আমার শরৎ না হলেও চলবে
আমার বসন্ত না হলেও চলবে ।

আমার দরকার মুক্ত বাতাস
ছাড়তে চাই স্বস্তির নিঃশ্বাস।

আমি প্রেয়সীর ছলনায় কাঁদবো
আমি ভাড়ামী ছাড়াই হাঁসবো ।

আমি ক্ষুদ্র স্বপ্নই দেখবো
একটু নিরাপদে থাকবো ।