প্রতিদিন একবার আয়নার সামনে দাঁড়াই  
ঘর থেকে বের হবার ঠিক আগ মুহূর্তে

আয়নাতে নিজের মুখ দেখি
এলোমেলো চুলগুলো ঠিক করি
কপালের কাঁটা দাগটাও দেখি
একটি ব্যর্থ অবয়ব দেখি
সবকিছু পরিষ্কার দেখি

খুঁতগুলো দেখতে পাই নিখুঁতভাবে
অথচ শোধরানো হয়না কোনদিন

কাচের আয়না এতো কিছু দেখায়!
আমি শুধু দেখি, শুধুই দেখি