গণতন্ত্রের সঠিক ব্যবহার চাই
রাজনীতি নয় জন নীতি চাই।
চাই জনগণের অধিকার।
বই পুস্তকে নয় ।
সংবিধানের পাতায় নয়।
আইনের মোটা মোটা পুস্তকে নয়।
বাস্তব প্রতিফলন চাই।
জন অধিকার চাই
ভোটের অধিকার চাই।
বাস্তবতায় চাই
অলিক স্বপ্ন নয় ।।।

চাই মতামত প্রকাশের অধিকার।
ধর্মীয় 'সামাজিক আর বেচে থাকার।
ধর্ম পালনের অধিকার ।
ধার্মিক হওয়ার অধিকার ।
বই পুস্তকের অক্ষরে নয়।
চাই যখন বাস্তব প্রতিফলন দাও।
মিথ্যা স্বপ্ন চাই না।।
রাজনীতি চাই না।
জনগণের অধিকারে জন নীতি চাই।

জীবন কাহিনী তো অনেক হল।
গৌরবের ইতিহাস আছে আমাদের
রাজনৈতিক ইতিহাস লেখা থাকে বইয়ে
কোন পৃষ্ঠায় জায়গা হয়নি গরীবের।

তাই আর রাজনীতি নয়।
জন নীতি চাই
অধিকার চাই মানবের
পৃথিবীর ইতিহাস লেখা আছে যত।
রাজনৈতিক ইতিহাস তার শত ভাগ।

দেশ টা তো ভোগ করে নেতারা ই।
অনাদরে রয়ে গেল গরীব রাই।
তাই রাজনীতি নয় '
জন নীতি চাই মানবের কল্যাণে।
অধিকার চাই জনতার।।

দেশ টা কোন নেতার সম্পদ নয়।
এ কথা যদি সত্য হয় ।
তবে আমরা কেন মনে রাখি ভয়?
কেন বাস্তবে সেটা নাহি হয়?
কেন জনগণ কে টাকা গুনতে হয়?
দেশের প্রাপ্য অধিকার পেতে।
কালো টাকা দিয়ে চাকরি কেন ?

তাই রাজনীতি নয় ।
জন নীতি চাই।
চাই জনগণের ক্ষমতা।
রাজার ছেলে ই রাজা হবে কেন?
তবে কোথায় রইল জনতা?
গণতন্ত্র ; আমলাতন্ত্র এক হয়ে একাকার
তাই তো গরীবের ছেলে হয় বেকার।

রাজনীতিতে চলে শুধু
  ভাইদের পিছু পিছু ছোটা।
জন নীতি নাই, নাই জন অধিকার।
বেকার যুবক টি গরীবের বেটা।
মেধাবী ছাত্র পড়া লেখায় মগ্ন।
ভাইদের পিছু ছুটে না।
করে না তাদের দালালি ;
সবাই বলে সে নাকি রাজনীতি বুঝে না।

রাজনীতি নয় জন নীতি চাই।
নেতা নয় নীতি চাই,
বই পত্রে নয় সংবিধানে নয় বাস্তবে চাই।