তোমার মত নেয় না কেউ মা
অামায় বুকে টানি,
অাঁচল দিয়া মুছে না কেউ
অামার চোখের পানি।
মাগো, অামার চোখের পানি।।
তুমি ছাড়া একা মাগো
জরে চোখের পানি,
একা একা কাটে মাগো
দুঃখের এই রজনী।
মাগো দুঃখের এই রজনী।।
অনাদরে কাটে মাগো
অামার এ জীবন,
ভাগ্য দোষে রইলো বাবা
দূরে তে এখন।
তুমি ও নাই বাবা ও নাই
দুঃখী অামি এমন ই।
ওগো মা জননী অামার
ওগো মা জননী।
শিশু কালে চলে গেলা
অামায় ফেলে একা,
জন্মের আগে বাবা গেলো
পেলাম না তার দেখা।
মাগো পেলাম না তার দেখা।।
প্রার্থনা করি অামি
মহান স্রষ্টার কাছে,
তিনি যেন রাখেন তোমায়
জান্নাতে র ই মাঝে।
মাগো জান্নাতে র ই মাঝে।।
সারা জীবন থাকবে মাগো
আমার বুকের মাঝে,
তুমি আমার হীরার ক্ষণি
এই হৃদয়ের মাঝে।
মাগো এই হৃদয়ের মাঝে।।
কবিতাটি লেখাঃ- ০৫-০৩-২০১৯ খ্রীঃ