(বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও-এর উদ্দেশ্যে)
তোমার জন্য
নেচে উঠছে সবুজ-শ্যামল, ছাঁয়া-সুনিবিড় রূপসী বাংলার প্রাণ,
ডালে ডালে পাখি মোহনীয় সুরে গাচ্ছে পবিত্রতার গান।
ঘাসের বুকে জমেছে উন্মুখ অন্ন-জল,
শান্তির ছোঁয়ায় নিভিয়েছো তুমি নিরাশার দাবানল।
তোমার জন্য
সাহসের শিখা জ্বেলে,
এগিয়ে চলি বিষাদ-বিপন্ন জীবন পেছনে ফেলে।
তোমার জন্যই আলোক-উজ্জ্বল তাবৎ অন্ধকার,
তুমি তো শুধু খ্রিস্ট-মন্ডলীর নও,
তুমি অহংকার, সমগ্র বাংলার।
তোমার জন্য
আমাদের নতুন জন্ম হয়,
সদ্য উদিত সূর্যের বর্ণিল আলোক-ছটায়,
নতুন ইতিহাসের যাত্রা শুরু হয়।
আমাদের এ এক ঘেয়ে জীবনে,
তুমিই তো জ্বেলেছো পবিত্র আলো, অপার বিস্ময়।
অভাগা, অসহায়ের ঈশ্বরী আঁখি হয়ে,
এগিয়ে যাও তুমি, মহানায়কের মতো,
সুর লহরী রঙ্গরাজে শান্তির সানাই বাজিয়ে,
বিধৌত হউক বিষাদের কালিমা যতো।।