শক্তিধর সূর্য্যটাও মুখ লুকোয় লজ্জায়
অসহায় গাছগুলো থেমে থেমে কাঁদছে,
পাখিরা গায় গান কষ্টের
মানবতা মাটিতে লুটোপুটি খাচ্ছে।
নিষ্পাপ শিশুরা ভুলে গেছে কান্না
স্বপ্নের বইগুলো নিমিষেই পুড়ে যায়,
ষোড়শীর ভালোবাসার শাড়িটা
ছাই হয়ে বাতাসে উড়ে যায়।
হায়েনার কালো হাতের ইশারায়
লোভীদের পশুত্ব ঝলকায়,
সাঁওতালদের তাজা লাল রক্তে
অধিকার লজ্জায় মিশে যায়।
মেঠো পথে পড়ে আছে সাঁওতাল
মানুষের মতোই তো দেখতে,
বুকের ভেতর জমানো অপমান
ঘৃণার লাইন লেখা হয় লাল লাল রক্তে।
কুচকুচে কালো শরীর, এক চিলতে নেংটি
লড়ে যাক প্রকৃতির সন্তান,
মাটির গন্ধ মেখে হৃদয়ে
সাহসে ধুয়ে যাক অপমান।।