সংযমের দরোজায় লোভের অবাধ যাতায়াত
ভালোবাসার বাগানে বিদ্বেষ করছে বাস,
সততার রাস্তায় মিথ্যার আবর্জনা
ন্যায়ের জমিতে অহর্নিষ চলে অন্যায্যতার চাষ।
আশার নদীতে হতাশার ঢেউ
শান্তির সাগরে ভাসছে অশান্তির ফেনিল,
গহীন আঁধারে হারায় সুশীল পাহাড়
অনাচারের কালো মেঘে ঢেকে যায় আকাশের নীল।
সাম্যের জানালায় লুটেরার উঁকিঝুঁকি
কামুক আঁধারে ধর্ষিতা হচ্ছে প্রেমময় রাত,
সাজানো সবুজ হারায় নবীনা যৌবন
বিত্ত্বের পায়ে পায়ে মেরুদন্ডহীনের প্রণিপাত।
মানবতার কফিনে ঠুকছে নিপীড়ণের পেরেক
চাপাতি-প্রেমিক করছে ভালোবাসা খুন,
বিবেক বিক্রি হচ্ছে যত্র-তত্র
নৈতিকতা খুবলে খাচ্ছে অসভ্য শকুন।
অসাম্প্রদায়িকতার বাতাসে সাম্প্রদায়িক গর্জন
উগ্রতায় হারাচ্ছে আলো পূর্ণিমার চাঁদ,
শান্তির কবুতর হারায় অতি চেনা পথ
চেয়ারের দখল কার? চলছে বিবাদ।
যোগ্যতার মানদন্ড অযোগ্যদের দখলে
নেতৃত্বের চেয়ারে বসে হাসে অর্বাচীন,
ঠোঁটের কোনায় ঝুলে ক্ষমতার লোভ
জনতা হারিয়ে খুঁজে সোনালী সুদিন।
সূর্য্য অপেক্ষমান সুদিনের আশায়
প্রত্যাশাতে চাঁদটাও থাকে আশে-পাশে,
আশাবাদী তারারাও মিটিমিটি জ্বলে
জনতা জাগলে তবে সূর্য্যরা হাসে।