সোনা-ঝরা খুব সকালে
আমার হাতে তোমার আলতো হাত
ভর-দুপুরে তোমার চোখে চোখ,
হীরক-সন্ধ্যায় আমার যত ভুল
বৃষ্টি-ভেজা চাঁদের আলোয় আমার অবাধ পিঠে
আদর-মাখা তোমার যাদুর নখ।।
সেই বিকেলে মেঠো পথের বাঁকে
তোমার রূপের মোহনীয় ঝলক
করেছিলো আমার হৃদয় খুন,
বুকের ভেতর উথাল-পাতাল এক সমুদ্র ঢেউ
ভালোবেসে সব হারানোর দিনেও
ভালোবাসি, এটাই আমার গুণ।।