ভালোবাসলে এমনই হয়
    মাতাল হাওয়ায় ভাসতে থাকে
    অকারণে হাসতে থাকে
    লাখো স্বপ্ন আঁকতে থাকে
    পথ হারিয়ে যায় পথের বাঁকে।।

ভালোবাসলে এমনই হয়
    মনের মাঝে মন থাকে না
    হাতের মাঝে হাত থাকে না
    নিশী রাতও রাত থাকে না
    ভালোবাসায় জাত থাকে না।।

ভালোবাসলে এমনই হয়
    সুখ-আবেশে হৃদয় হারায়
    প্রেম-নদীতে বান ডেকে যায়
    মরুর বুকে ঝরণা ঝরায়
    জীবন চলে পাগলা ঘোড়ায়।।

ভালোবাসলে এমনই হয়
    চোখে চোখে চোখ মিলে যায়
    হাতে হাতে হাত মিলে যায়
    প্রাণে প্রাণে প্রাণ মিলে যায়
    অজানা সব সুখ খুঁজে পায়।।

ভালোবাসলে এমনই হয়
    একটু ছোঁয়ায় ঝড় বয়ে যায়
    প্রেমময় এক ঘর হয়ে যায়
    সুখ সাগরে ডুব দেয়া যায়
    কষ্টগুলো সুখ হয়ে যায়।।

ভালোবাসলে এমনই হয়
    শুকনো নদী জল ভরে যায়
    অথৈ সাগর তল খুঁজে পায়
    উদাস মাঝি কুল খুঁজে পায়
    অবুঝ ভ্রমড় ফুল খুঁজে পায়।।

ভালোবাসলে এমনই হয়।
ভালোবাসলে এমনই হয়।