আমার বুকের খুব গভীরে কষ্টগুলো লুকিয়ে রাখি,
দিনের কষ্ট, রাতের কষ্ট, ছোট্ট বেলার ভাতের কষ্ট,
বাবার কষ্ট, ভায়ের কষ্ট, অভাবী এক মায়ের কষ্ট,
হরেক রকম কষ্ট মিলে ডানা মেলে কষ্ট-পাখি।
আমার বুকের খুব গভীরে কষ্টগুলো লুকিয়ে রাখি,
ছাল-বাকলের বাড়ির কষ্ট, মা-বোনদের শাড়ির কষ্ট,
চালের কষ্ট, ডালের কষ্ট, জমি-জমা-হালের কষ্ট,
হরেক রকম কষ্ট মিলে ডানা মেলে কষ্ট-পাখি।
আমার বুকের খুব গভীরে কষ্টগুলো লুকিয়ে রাখি,
পড়ার কষ্ট, লড়ার কষ্ট, জীবনটাকে গড়ার কষ্ট,
চাওয়ার কষ্ট, পাওয়ার কষ্ট, উল্টো-পাল্টা হাওয়ার কষ্ট,
হরেক রকম কষ্ট মিলে ডানা মেলে কষ্ট-পাখি।
আমার বুকের খুব গভীরে কষ্টগুলো লুকিয়ে রাখি,
ভালোবেসে হারার কষ্ট, আপনজনদের সরার কষ্ট,
অবহেলা পাবার কষ্ট, পরের জন্য ভাবার কষ্ট,
হরেক রকম কষ্ট মিলে ডানা মেলে কষ্ট-পাখি।
আমার বুকের খুব গভীরে কষ্টগুলো লুকিয়ে রাখি,
ভয়ের কষ্ট, লয়ের কষ্ট, ধীরে ধীরে ক্ষয়ের কষ্ট,
আপোষকামীতা দেখার কষ্ট, দুঃখ বুকে লেখার কষ্ট,
হরেক রকম কষ্ট মিলে ডানা মেলে কষ্ট-পাখি।
আমার বুকের খুব গভীরে কষ্টগুলো লুকিয়ে রাখি,
চলার কষ্ট, বলার কষ্ট, বুকে আগুন জ্বলার কষ্ট,
সত্য কথা জানার কষ্ট, ভুল মানুষকে মানার কষ্ট,
হরেক রকম কষ্ট মিলে ডানা মেলে কষ্ট-পাখি।