বলছে তারা, শুনছে তারা
আহলাদে দিন গুনছে তারা
দুর্নীতির জাল বুনছে তারা
লোভের আগল খুলছে তারা।।
লোভের আগল খুলছে তারা
পাপের হাওয়ায় দুলছে তারা
গরীবের ভাগ্য কাড়ছে তারা
দিনে দিনে বাড়ছে তারা।।
দিনে দিনে বাড়ছে তারা
কল-কাঠিটা নাড়ছে তারা
উপরেরটা খাচ্ছে তারা
তলারটাও পাচ্ছে তারা।।
তলারটাও পাচ্ছে তারা
বা-হাতের কাজে দিচ্ছে সাড়া
বিবেক-বোধ সব দিচ্ছে ভাড়া
সততার কান মলছে তারা।।
সততার কান মলছে তারা
চামচাদেরকে করছে ভাড়া
সুশাসনকে করছে তাড়া
হাসছে তারা, নাচছে তারা।।
হাসছে তারা, নাচছে তারা
মাতাল হাওয়ায় ভাসছে তারা
তাক লাগিয়ে ঘুরছে তারা
অহংকারে পুড়ছে তারা।।
জাগছে শহর, জাগছে পাড়া
জাগছে সাহস, সর্বহারা
দেখো, দেখো, ভাগছে কারা
ভাগছে তারা, ভাগছে তারা।।