অনেকেরই পতন হয়-হঠাৎ উত্থিত যারা
পতন হচ্ছে- দেখছি,
শিখছি না তো কিছুই,
অদল-বদল হয়, হাত-বদল হয়
রাতের আঁধারে, দিনের আলোয় কিছুটা হৈ-চৈ।।
লোভ-কাতুরে কীট, ক্যাসিনোর ঝিলিক
বিবেকহীন মগজ, রক্ষী শতাধিক,
দেখি, শুধুই দেখি, বলছি না তো কিছুই,
স্বার্থের পোকার কিলবিল অস্থির মননে
দূরে সরে রই, শুধুই দূরে সরে রই।।