চাই না টাকাকড়ি বাড়ি,
ভালবাসার হব ভিখারি,
কি চাই আর ক্ষুদ্র জীবনে,
পড়ে থাকবে সব মরণে।

লোভ-অহংকার সামান্য,
বিচারে শ্রেষ্ঠতার খুব মান্য,
পাপী-তাপি জঘন্য,
ভদ্রতা সর্বদা  গন্য।

অর্থ শক্তি যৌবনে,
বিচার বুদ্ধি চয়নে,
জীবন যাবে নিমিষে,
কর্ম ফল পরিশেষে,

শ্রেষ্ঠ জীব মানুষ,
পরিত্যক্ত অমানুষ,
পূর্নতা ভাল লক্ষণ,
বুঝিয়া কর ভক্ষণ।