তুমি যে নিষ্ঠুর বন্ধু,
জানা ছিল না,
দুঃখ মোর জীবন ভড়,
মুছা যাবে না।

ভেবে আজ রোগাক্রান্ত,
ঘুম আসে না,
যতই চায় ভুলে যেতে,
ভুলতে পারি না।

সত্য নিষ্ঠা আলাপ গুলি,
ভুলে যাবার না,
বহুরূপী ছদ্মবেশী,
আগে বুঝলাম না।

মন দিলাম প্রান দিলাম,
কিছুই বাকি ছিল না,
সব নিয়ে চলে গেলে,
মানুষ চিনলে না।

মানব জীবন ক্ষনস্থায়ী,
ভেবেও ভাবলে না,
আজকে আমি ছন্নছাড়া,
খবর নিলে না।

ভাবি আজ এককিত্বে,
আগে বুঝলাম না,
ছদ্মবেশী কালের কোকিল,
স্থায়ী থাকে না।

দুঃখ মোর দায়সারা,
বুঝেও বুঝলে না,
সুখ চাহিয়া হইলাম দুঃখী,
সুখ পাইলাম না।