টিকটক টিকটক নাম রাখল কে,
ঘুমের মধ্যে ছবি তুলে করে ভেঁ ভেঁ।
দিন নাই রাত নাই কি প্লেন করে,
আবল তাবল খেয়ে লোকে পেট ভরে।
মেয়েছেলের দুষ্টামি না যে লাগে ভালো,
পড়াশোনা বন্ধ করে মুখে মাখে ছাই কালো।
তালে তালে ছেলে বউরা কি যে করে,
বুড়া-বুড়িও দেখে তালে তালে নড়ে।
কি যুগ এল বাবা চলে না মোবাইল ছাড়া,
বয়সের বালাই নাই সব পাগলপারা।
লোকলজ্জা কিছুই নেই পয়সা নাকি কামাই,
সমবয়সী ছেড়ে তারা ধরে বুড়া জামাই।
স্মার্ট ফোন চালানো আজ বড় দাই,
কি যে বলি একদম শরম বলতে নাই।
নোংরামোর সিমা নাই টিকটিকে ভাই,
কিছু ভাল থাকিলেও বেশী ভাল নাই।
টিকটকে বয়সের নাই কোন দাড়ি,
সকাল বিকাল বাড়ি ছেড়ে দেয় তারা পাড়ি।
রাস্তা ঘাট,পার্ক,চৌমাথায় করে ভিডিও,
দেখেবেন চোখে শুনবেন কানে অডিও।
জোয়ান বুড়া আজ এক সুতোয় গাঁথা,
কেহ কাহারো দেয় না কোন কাজে বাধা।
চলছে চলুক বাধা নাই করুক যা কিছু,
সময় কিন্তু ছাড়া দেবে না আসছে দেখ পিছু।
মনের দুঃখ কাকে বলি বলার স্থান নাই,
যাকেই বলব মনে করি টিকটক চায়।
আজ নয় কাল সমাজ ধ্বংসের মুখে,
কেহ কি দেখে না এই কালা অন্ধ চোখে।