তাপমাত্রা বেশী অনেক,
মধ্যপ্রদেশে আছি দিন কয়েক,
ধৈর্যহারা শরীর গরমে
এসি মরেছে একদম শরমে।
বৃক্ষ খুব কম শহরের বুকে,
সরকার দেখেও না চোখে,
প্রকৃতির পরিবেশ করেছে নষ্ট,
জন জীবন গরমে অতিষ্ঠ।
চারদিকে কলকারখানা,
সূর্যের পরাক্রমশালী উত্তেজনা,
উন্নয়নে রাজ্য এগিয়েছে ঠিক,
পরিবেশ দূষনটা হল বাহ্যিক।
রাস্তাঘাট পরিস্কার পরিছন্ন,
মাটিতে পরলেও খাওয়া যাবে অন্য,
বৃষ্টি নেই গরম প্রচন্ড,
মানব জীবন হচ্ছে ক্ষুন্ন।
মুখে মাক্স ছাড়া চলা মুশকিল,
শুকিয়ে গেছে নদী খাল বিল,
ভয়াবহ তাপমাত্রা পরিস্থিতি নয় অনুকূল,
বৃষ্টির জন্য হচ্ছে জনজীবন ব্যকুল।