বৈধ অবৈধ বুঝি না!ধর্ম ও বুঝি না!
সমাজে কুলশিত অবলা তালাক নারী,
পুত্র কন্যার দোষ কি? বল দেখি!
ভালবাসা বঞ্চিত পুত্রকন্যা কোথায় হবে বাড়ি!

বিবাহ এক নারীপুরুষ,
একে হয় না যার সংসার সুখ,
জ্ঞানি গুনি সুন্দর সুন্দরী হোক না!
যতই থাক না আচ্ছাদনে বুক।

তালাক জীবন অভিশপ্ত,
প্রতিদিন প্রতিমুহূর্ত হয় লজ্জিত,
সন্তান পিতা বা মাতার দূরে অবস্থান,
যতই থাক্ না সকলেই অর্থে সুসজ্জিত।

তালাক নারী দেখলে পরে লোকে কটুকথা বলে,
সমাজ আজ একচেটিয়া তাহারা সুযোগ খুঁজে;
নারীরা আজও জানেনা কলাকৌশল হয়নি স্বনির্ভর,
মন্দের না হলেও তালাক নারী শুনে চোখ বুঁজে।  

কারনে অকারণে চলছে প্রথা ঐ,
নেইকো বলার বাক্-স্বাধীনতা! বহুদিন হল,
নারী আজ খেলনার পুতুল,কেহ পতিতালয়ে,
আজীবন কি চলবে প্রথা পুরুষ সবে বল?

গীতা-কোরান-বাইবেল-ত্রিপিটক যত ধর্ম গ্রন্থ,
ধর্মের নামে অধর্ম নাহি আছে কোথাও লেখা,
সমাজ আজ ধ্বংসের পথে,বলছেন কবি কাজী,
অন্ধ কালার হবেও না পরিলক্ষিত বা দেখা।