স্বপ্ন দেখা ভুল নয়,
বাস্তবে মিলবে তাহাও নয়,
কভু পাবেনা ভয়,
জীবন রবে না অক্ষয়।
স্বপ্ন দেখা ভাল,
চেষ্টা কর দিন রাত,
স্বপ্ন একদিন হবে বাস্তব,
মজবুত করে ধর হাত।
মন হবে চঞ্চল,
হারিও না মনোবল,
যাই হোক হবে কিছু,
চেষ্টা যাবে না বিফল।
কভু ছাড়িও না হাল,
দুর কর মনের ক্লান্তি,
ভবিষ্যতে ফল নিশ্চিত,
মনে পাবে চরম শান্তি।
যতই আসুক বাধা বিপত্তি,
চেষ্টাতে রাখিও না ত্রুটি,
জগতে হারানোর কিছু নেই,
মন অটুট মিলবে বিজয়ের অনুভূতি।