ভোর বেলা ঘুম উঠে সূর্য মামার কাছে বলি,
সারা দিন মোরা যেন ভাল ভাবে চলি,
সকাল হতেই চরম রৌদ্রময় আকাশ,
সাথে নাহি থাকে কোনরকম বাতাস।
সুূর্য্য মামা রূপ তুমার বুঝা বড় দায়,
কি করিব জোড় হাতে সূর্য মামার দিকে তাকায়,
হে সূর্য মামা একটু মোদের দিকে তাকাও।
মনে মনে বলি সূর্য মামা একটুখানি ছাড় দাও,
তুমি কেন সূর্য মামা রেগে আছ বল,
মামা তুমি রাগ কর না বোনের বাড়ি চল,
বোন তুমার বসে আছে বট বৃক্ষ তলে,
প্রবল তাপ দিয়ে নামও জলে।
ঠান্ডা পানি খেয়ে মামা জ্বর সর্দি কাশি,
খুকুর খুকুর কাশি শুনলে,বয়স বুঝায় আশি,
তবু মামা কর না ক্ষমা,মোরো দুঃখে আছি
সাপ ব্যাঙ গর্তে থাকলেও ডাঙায় নাচে মাছি।
এত করি বলি তুমায় শুন মোদের কথা,
মোরা যে বিপদ মুখি যাব মোরা কোথা,
তুমি যদি দয়া কর,মোরা একটু হাঁপিয়ে বাঁচি,
সূর্য মামা ভেব না,তুৃমার পাশে আছি।