মোরা দয়াবান ব্যবসায়ী গণ,
সুযোগ পেয়েছি এখন লুটবো ধন।
মানুষ এখন ঘর ছাড়া আসবে মোদের কাছে,
সুযোগ পেয়েছি মোরা,কে করিবে কি বল পাছে!
কেহ করিবে মজুতকরণ কেহ নেবে সুযোগ,
কেহ পরিবে মুখে কুলুপ কেহ পোহাবে দুর্ভোগ।
জানিয়া বুঝিয়া বলিবে না কেহ ঐ কাপুরষের দল,
নিলজ্জ তাদেরই বলে মোমের পুতুল বা ডল।
হাসি ঠাট্টা জীবন ভরে লুটছে লুটেরা যত
চিড়া গুড়েও ভাগ বসাবে খুঁজ রাখ শত।