আমাদের ছোট গ্রাম,
বন জঙ্গলে ঘেরা,
হাঁস-মুরগী পালে গরু-ছাগল পালে,
আরো পালেন ভেঁড়া।
সন্ধ্যা হলে শিয়াল ডাকে,
আরো ডাকে কাক,
ভোর হলে চড়ুই পাখির কিচিরমিচির,
সকাল হতে বালি হাঁস এক ঝাঁক।
গ্রামে আছে ফলফলাদি বাগান,
আরো আছে পুকুর নদী নালা,
মালিক মহাজন পাহারা দেয়,
ছেলেমেয়েরা লুট করে দৌড়ে পালা।
সকাল-বিকাল কত খেলা,
খেলতাম সবে মিলে,
এখন আর ফিরবে না শৈশব,
তবু মনপ্রাণ দুলে।
ছোট-বড় মোবাইলে,
সদা থাকেন ব্যস্ত,
খেলাধুলা আজ প্রায় বন্ধ,
শৈশব থেকেই পড়াশুনোয় ন্যস্ত।
গ্রামের মজা বড় মজার,
শহরে তাহা নাই,
শৈশব কালের ঐ স্মৃতি গুলি,
স্মৃতিচারণ হলে মুচকি হাসি পায়।