চৈত্র শেষ,
বছরটা কাঁটল বেশ।
হরেক রকম ঘটনা,
হয়েছিল কত রটনা।
বছর মোর মোটামুটি,
অনেক করেছিলাম ছুটাছুটি।
যা পেয়েছি আশাতীত,
যা চলে গেছে সব অতীত।
ভাবিনা আর অতীত নিয়া,
খেলব এবার বর্তমান লইয়া।
কস্ট দুঃখ সব ভুলে,
রঙ্গরসে কাঁটব এবার নতুন দোলায় দুলে।
হাসি খুশীতে কাটবে দিন,
এসেগেছে বোধহয় সুদিন।
থাকবেনা আর দুঃখ কস্ট,
মুরুব্বিরা কয় অতি সন্যাসে গাজন নষ্ট।
আলবিদা গেল বছর,
সবার ভাল হোক নতুন বছর, হে পরমেশ্বর।