দেখ প্রকৃতির অপরূপ খেলা,
চারিদিকে বৃষ্টির ফোঁটার মেলা,
ফোঁটা গুলি একত্রে মিলতে শুরু,
নদীনালা সাগর ডুবিয়ে দেবে ভাবছি গুরু।
এক এক করে জমছে বৃষ্টি তারা,
বৃষ্টি প্রকোপে হয়ত কেউ হবে গৃহহারা,
হৈচৈ চারদিকে বন্যার প্লাবন,
ঘরবাড়ি রাস্তাঘাট জলের তলে পেরিয়ে শ্রাবণ।
ধনী গরীব অহংকার বধ বৃষ্টি মুলে,
ঘরবাড়ি ছেড়ে একত্রে বাস স্কুলে,
চিড়ামুড়ি গুর বাতাসা এলো গাড়ি করে,
সকলে মিলে লাইন ধরে খেল পেট ভরে।
হৈ-হুল্লোড় দুঃখ সুখ চলে বলাবলি,
বন্যার জলে প্লাবিত গ্রাম শহরতলি।
কাহরো গেল ঘরবাড়ি কাহারো গেল ভুমি,
কাহারো হল সর্বনাশ নষ্ট ফসল জমি।
ঈশ্বর তুমার অপরূপ প্রকৃতি সৃষ্টি,
কখনো বাতাস,তুফান,ধমকা হাওয়া কখনো বৃষ্টি।
তুমার খেলায় বাজিমাৎ বুঝা ধায়,
তুমি চাইলে হবে কিছু তুমি চাইলে নাই।