লেখা লেখি হবি,
ভাগ্যিস নই কবি,
হইলাম যে স্টুডেন্ট,
ভাগ্যে নেই কমেন্ট।

ললাটে লেখা নেই সুখ,
নাহি কোন মোর দুঃখ,
স্বভাব পূর্বের মত,
আসুক ঝড় বৃষ্টি যত।

পেটে নেই অশেষ ক্ষুধা,
তবু অনেক পেয়েছি সুধা,
কামনা বাসনা হল পরিপূর্ণ,
কখনো পারি না হতে শুন্য !