শৈশবের বন্ধু বান্ধব,নাই যে কাহারও মনে।
শৈশবের কথা আজও মনে পরে সকলেই জানে।।
বন্ধু বান্ধব এখনো আছে,লইনা তাদের খোঁজ।
দেখা হলে কইনা কথা এমনটাই হয় রোজ।
শৈশব জীবন ছিলো ভাল,এখন এলোমেলো।
তাইতো আজ খোঁজে না কেহ,থাকো সবে ভালো।
কেহ গরীব কেহ ধনী,কেন হিংসা করছিস ভাই।
আজ যা আছে কাল তাহা রবে,কোন স্থিতি নাই।।
চলার পথটা ভাল হলে,দেখা দিও কাল,
মানব জীবন অনিত্য,থাকবে না চিরকাল।
জীবন মোর ক্ষনিকের,বলে থাকেন সকলে।
চিন্তা ভাবনা করে বল,জীবন কেন যাবে বিফলে।।
ভেবে চিন্তে কর কাজ,মন্দের কিছু নাই,
একসাথে চললে পরে,বড় মজা পাই।