সৎ পথে থাকিলে,
শত্রু পিছে পরে,
অসৎ সঙ্গ করিলে,
নড়বড়ে চলে।
পাপ তুমি করবে কেন!
যতই ঝড় আসুক,
আসল সত্য এটাই বলে,
যতই বলুক মিথ্যুক।
শুদ্ধ মনে চল সদা,
সবাকারে ভালো,
অন্ধকারের কালছায়া যতই আসুক,
নিশ্চিত আসবে গুনের আলো।
কখনো ভালো কখনো মন্দ,
ঈশ্বরের অপূর্ব খেলা,
যদি কর তাল-বাহানা,
বুঝবে শেষ বেলা।
যত মত তত পথ,
সবার গন্তব্য স্থল একটা,
সময় থাকতে না বুঝলে,
জীবনটাই বৃথা।