বন্ধু মোরে ভালবেসে টেনে ধরেছিল হাতে,
যোগ দিতে পূজ্য স্থানে নিয়েছিলেন সাথে।
চয়ন করেছিল মোরে গুরু রূপে বন্ধুবর,
অনুমতি সন্মিলনে,হৃদয়ে ছিল প্রচন্ড ডর।
আজও ভুলতে পারি নি সেই সফর ঢাকা,
সুপ্ত প্রতিভার হয়েছিল বিকাশ,শুরু আঁকা।
ভিন্ন ভিন্ন প্রতিভার কবি হয়েছিল দেখা,
আলাপচারিতা শ্রবন শুরু কবিতা লেখা।
ভাল না মন্দ বিচারে আছেন মহান গুণিজন,
ভুল হতেও পারে ক্ষমা করবেন মহাজন।
কল্পনাতীত পরিবেশে হয়েছিল পদার্পণ,
গুরুর চরন ছুঁয়ে নতমস্তকে করছি আত্ম সমর্পন।