রাত পোহালেই মাথা ব্যাথা,
এদিক ওদিক ছোটাছুটি যাই কোথা।
না যাইলেও ঠেলা ধাক্কায় বাড়ি ছাড়ি,
বৈকাল হলে কিছু একটা নিয়ে যায় বাড়ি।
সন্তানেরা চোখের সামনে থাকে হাত পেতে,
কি করি বল!একটা কিছু এনে দেই খেতে।
বউটি মোর রেগেমেগে হাত খালি দেখে,
মা যে আমার বুড়ি তবু খাওয়াই ভাত মেখে।
পরিবারের চাহিদা যে হরেক রকম,
পরিশ্রান্ত দেহে হয়েছি জখম।
আজ নয় কাল বলার সুযোগ নাই,
সুখ দুঃখ ভুলে গিয়ে চাহিদা মেটাই।
পরিবার পরিজন সকলেই থাক সুখে,
কি আর করি বুঝতে দেইনা কত আছি দুঃখে।
ঘরে ফিরে দেখি যখন সবাই খুশি,
ভুলে যাই সব দুঃখ মনে মনে হাসি।
ছেঁড়া পেন্ট ছেঁড়া লুঙ্গি এটাই পুঁজি,
সংসারী হয়ে সব গেল এটাই বুঝি।
যতই করি কিছু তবু আমি লেবার,
প্রানখানা দিয়ে দিলেও সবই বেকার।