আবারো ঘর্নিজড়,
নাম দিয়েছে রেমাল,
বাড়িঘর তছনছ,
পরিস্থিতি বেসামাল।

এদিক ওদিক চারিদিকে,
চিৎকার চেঁচামেচি হট্টগোল,
ভাসছে পশুপাখি মানুষ,
চারিদিকে শোরগোল।

গরীব মেহনতি মানুষ,
অনাহারে জীবনযাপন,
প্রশাসনের দৌড়ঝাপ,
বুকে ধরিয়েছে শক্ত কাঁপন।

প্রশাসনের ছুটাছুটি,
অগ্রিম দিয়েছে  সুচনা,
সন্তান সন্ততি নিয়া অসুবিধে,
চিড়ামুড়ি গুরের ঘোষণা।


এদিক ঐদিক বন্যার জল,
গরম ছিল তীব্র হঠাৎ সাইক্লোন,
জীবজন্তুর কোলাহল মায়াবী কান্না,
বিদ্যুৎ পরিষেবা অচল বন্ধ মুঠোফোন।

যোগাযোগ একেবারে  বিচ্ছিন্ন,
চারদিকে আহাকার আর্তনাদ,
পাশে প্রিয়জন নেই দেখার,
দুঃখির পাওনা কেহ করছে আত্মসাৎ।

বাড়ি নেই ঘর নেই,
সবকিছুই চুরমার ভঙ্গুর
পাশে দাঁড়িয়ে কেহ করছে বেল্লালপনা,
জানিনা কবে ফুটবে বীজের অঙ্কুর।

ফসলাদি জলের নিচে,
চাষার দুঃখ বেড়ছে অনাবিল,
আহার জুটবে কি না,
দুঃখ রইলো সর্বাধিক অটল।