নারী তুমি নও দূর্বল,
শক্তিশালী মজবুত সবল,
কত হবে অবহেলিত ঐ কাপুরুষের কাছে,
রণচণ্ডী বিনাশিনীর রূপে থাক সেজে।
সদা অস্ত্রে সজ্জিত থাক তুমি নারী,
অবলা ভাবার কিছু নেই তৈরী হও তাড়াতাড়ি।
সময় কম অসুরের তান্ডব চলছে যুগ যুগ ধরে,
অধর্মের কিছু নেই যদি ধর্ম মেনে কেহ লড়ে।
আত্মরক্ষা করিতে রাখ অস্ত্র,
জানটাও দরকার করিবার নিরস্ত্র।
বাঁচাতে হলে নিতে হবে অত্যাধুনিক প্রশিক্ষণ,
শয়তান,অসুর,দানব হামলা করে যে কখন।
আইনে আছে সবার বেঁচে থাকার অধিকার,
অর্জন করিতে হবে তুমার কি আছে অগ্রাধিকার!
দেবে না বাঁচতে ঐ কাপুরুষেরা সুস্থ সমাজে,
প্রস্তুতি নাও রণচণ্ডী অসুরবিনাশিনীর সাজে।
নিধন করিতে হবে তুমায় অসুর বংশ,
পৃথিবীতে আর যেন না জন্মায় কর নির্বংশ।