রাম নবমী পূর্ণ চৈত্র মাসে,
দুঃখ কষ্ট ভুলে এখন সবে হাসে।
রাম মন্দির নিয়া বহুবার হয়েছিল ঝামেলা,
এই নিয়া বহু বছর হয়েছে রক্তের খেলা।
স্বেচ্ছায় কতশত প্রাণ দিয়েছে বলি,
অনেক খেলেছিল রক্তের হোলি।
বহু প্রতিক্ষার পর হল অবসান,
এখন পালা হল ধুপ চন্দন আর মাল্যদান।
রাম মন্দির হলো জমিয়ে উদ্ভোদন,
প্রাণ প্রতিষ্ঠা হয়ে হল মন্দির উন্মোচন।
ভগবান রামের হল প্রাণ প্রতিষ্ঠা,
প্রতিদিন মিলন চলবে যদি থাকে সৎ ইচ্ছা।
ফুল মালা,ধুপ দীপ সাথে দেবে কিঞ্চিৎ চন্দন,
পুজা শেষে সবার মধ্যে হবে প্রসাদ বন্টন।
আজ এসেছে আনন্দের দিন,
ফিরে আসল মোদের আনন্দমুখর সুদিন।
আনন্দঘন মূহুর্তে উড়াইও ফুল জরি,
মনের সুখে পাড়ি দিতে ধর সোনারতরী।
আজ আর নেই কোন আহাকার,
চল মিলেমিশে হয়ে যায় একাকার।