জন্ম মোদের পুরুষ হয়ে,
কিছুই ভাবে না নিজের,
সবার জন্য চিন্তা ভাবনায়,
সন্ধান খুঁজে পথের।

ভর্তি বোজা মাথায় নিয়ে,
পকেট হয়ে যায় খালি,
ভাল মন্দ ভাবতে ভাবতে,
দেহ পুড়ে হয়ে যায় কালি।

পুরুষ মানুষ টাকা ছাড়া,
মৃতপ্রায় মানুষ,
চাহিদা মেটানোর চক্করে,
হারায় না হুঁশ।

দুঃখ কষ্টের পুরুষ জীবন,
দুঃখে কপাল ভরা,
সারাজীবন যায় খেটেখুটে,
তবু দুঃখ দায় সারা।

পুরুষের মনের দুঃখ,
কভু কাহাকেও না বলে,
যেমন খুশি তেমন সারাজীবন,
কোন রকমেও চলে।

স্ত্রী পুত্রকন্যার সুখের চিন্তায়,
কঠোর শ্রম দেন,
সবাইকে যখন খুশি দেখেন,
সুখনিদ্রায় যান।

পরিবারের সুখসমৃদ্ধি,
পুরুষ জাতির লক্ষন,
পরিবার সুখি থাকিলে,
খুশিতে ভুলে যায় করিতেও ভক্ষণ।