পুরুষ মানুষের দুঃখ দুনিয়ায় কেহ বুঝে না,
সুখি কিংবা দুঃখে আছে,কেহ খবর রাখে না।
ভোর হতে রাত করে শ্রমদান,দুঃখ প্রকাশ করে না,
সবার সুখের আসা করে নিজের সুখ ভাবে না।
সকাল হতেই চাওয়া পাওয়া মিটাতে সদাই ব্যাস্ত,
জীবন মরন সব কিছুই চোখ বুঝে করে ন্যাস্ত।
কত যে অনাহারে অর্ধাহারে,রাত জেগে কাঁটায় দিন,
দুঃখ কষ্ট বুকে চেপে রাখে,ফেরাতে সবার সুদিন।
মাথার ঘাম পায়ে ফেলে,শরীরের কত রক্ত ঝড়ায়!
সন্তানাদি বড় হোক,মন খুলে করিবে ভড়াই।
সবার সুখে নিজে সুখী সবার দুঃখে দুঃখী,
সবার সুখের আশায় পুরুষ নিজে হন ত্যাগী।
তাই পুরুষের ছেঁড়া কাপড় আরো জোড়াতালি,
পুরুষ মানুষ মরলেও কপালে জুটে একমাত্র কালি।