মোরা হলাম অস্পৃশ্য ছোঁয়াচে রোগী,
কেহ ভীড়ে না পাশে সদা ভোক্তভোগী।
কারন জিজ্ঞাসিলে স্বাসটান উঠে,
পাশাপাশি থাকলে বাকরুদ্ধ হঠাৎ চটে।
নয়ছয় কানে আসে চুপচাপ দাঁড়ায় পাশে,
জানেন না কিছুই বোকা শুধুই হাসে,
মোরা অবুঝ শিশু বুঝি না জানি না শুনি না,
কদম কদম খবর আছে বোকা ভাবা ঠিক না।
চাই না কিছু মোরা বেনিফিসারী সবাই যেন পায়,
খবর আছে সবই লুটেপুটে নিচ্ছে সব তাহারাই,
ক্ষুধা অনেক পুরানো ক্ষুধা মিটেনা সহসাই,
মন্ডা মিঠাই কস্তুরীর লিপ্সা শকুনের মামাতো ভাই।