প্রকৃতিটা কেমন যে আজকাল
রোজ রোজ দেয় বৃষ্টি,
ভোর হলে সূর্যের দেখা,
বিধাতার অপরূপ সৃষ্টি।
হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি,
প্রকৃতির নিয়মে হয়,
মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানি,
হৃদয় জুড়ে শুধু লাগে ভয়।
কখনো মেঘ কখনো ধমকা হাওয়া,
আকাশের রঙ বদলায়,
রথযাত্রা আসছে বলেই,
এমনটা বুঝি বোধগম্য হয়।
সূর্যমামা রাগ করে মুখ লোকায়,
আকাশ পানে চেয়ে খুঁজি,
মেঘের আরালে লাল ঝলসানো রুটি,
সূর্য মামা আছে যে একটু বুঝি।
প্রকৃতির খেলায় হৃদয় চমকায়,
তারার ফাঁকে চাঁদমামা হাসে,
জোনাকিরা মিটমিট জ্বলে,
আকাশে মেঘগুলো নিজ গতিতে ভাসে।
নদীগুলো ভয়ে পানি সাগরে জমায়,
সাগরে উঠে ঢেউ এপার ওপার,
নাবিকবাবু নিয়া জাহাজ,
পাড়ি দিয়ে নিয়া যাই সুপার ডুপার।