আজও মনে পড়ে সেই দিনের স্মৃতি,
ভুলিতে পারি না ভালবাসার মধুর কথা শ্রুতি।
প্রথম দেখাতে লেগে ছিল ভালো,
সময়টা ছিল ভোর সকালের আলো।
কি যে হয়েছিল তখন হৃদয়ে মোর,
ভাবি এখনো তুমি ছিলে মন চোর।
এক দেখাতে হল যে প্রেম এমন,
অনাদিকাল তোমায় রাখিব বুকে করে যতন।
নিমিষেই শুরু আলাপ আলোচনা,
শুরু হয়েছিল ভালবাসার নতুন রচনা।
রোজ রোজ মোরে করিতে অগণিত ফোন,
রেখেছিলাম একটা রোমান্টিক রিংটোন।
মাঝে মধ্যে দেখা হত বাঁশ বাগানে,
উঁকি ঝুঁকি মারিতে কোমল নয়নে।
অবলোয় বাজাতে কৃষ্ণ সুরে বাঁশি,
সময় না থাকলে দিতাম খুচখুচে কাশি।
মনে আছে কত ছিল মোর হৃদয়ে ভয়,
ফাঁকি মেরে যেতাম শুনতে গানের লয়।
হৃদয় জুড়ে ছিল ভালবাসার টান,
ভয় চলে গিয়েছিল আসুক যত বাণ।
হবেনা কখনো মোদের ভালবাসা নিরর্থক,
অবশেষে ভালবাসা আজ হল স্বার্থক।