যখন তুমায় প্রথম দেখা,
খুব মনে ধরেছিল,
প্রথম দিনে কথার পরে,
ভাবছিলাম কি যে হয়েছিল।
একা বিছানায় ভেবেছিলাম কত তুমার কথা,
পাশে ছিলেনা তুমি তখন হেথা,
ভয় মোর কাঁপছিল বুক,
প্রথম প্রেম যদি দিয়ে যায় ব্যাথা।
এমনি কি হয় ভালবাসা,
মনে কত কি জল্পনা,
রোগাক্রান্ত হয়েছি কত,
এঁকেছি মনে প্রেমের আল্পনা।
ধীরে ধীরে কাটছিল যত ভয়,
তবু মনে কত কি যে রয়,
হঠাৎ করে ছিঁড়ে যায় যদি প্রেমের বাঁধনখানি,
আজও মনে পরে কি না পেয়েছিলাম ভয়।
দিন যায় রাত আসে,
শুধু তুমায় চোখে ভাসে,
তবু কেন মনে থাকিত ভয়,
সে কি মোরে ভালবাসে।
স্বপ্ন মোর স্বার্থক হল,
তুমায় কাছে পেয়ে,
ভয় নাই তবু করে আনচান,
জীবনের শেষ সিঁড়ি দিতে পারি বেঁয়ে।