পুরুষ মানুষ এসেছে এই ভুবন,
নিত্য মিটাতে সংসার ও পরিবারের প্রয়োজন,
মিটে না তবু কাহারো আশা,
আঁকড়ে ধরে রাখে ক্ষনিকের বাসা।
সারাদিন থাকে ব্যাস্ত,
রাখিতে সকলকে সুস্থ,
কাজে থাকে নিত্য মন,
মিটাইতে শুধু প্রয়োজন।
সংসারের দায়িত্ব মাথায়,
বৃষ্টি হোক আর তুফান তবু না বাঁচায়,
মনে থাকেনা এক বিন্দু কিছু ,
অক্লান্ত পরিশ্রম সব মিছু।
সংসারে থাকিতে একটু শান্তি,
ভুলে যায় যতসব শ্রম আর ক্লান্তি,
পরিবারের চাওয়া পাওয়া,
সবকিছু কেমন জানি হাওয়া।
বট বৃক্ষের তলে পাইতেই শান্তি,
ঘুড়ির মত উড়াইয়া দেয় দুঃখ সব ক্লান্তি,
তবু বুঝেনা কেন অহেতুক অশান্তি,
ছেঁড়া কাপড় নাহি চপ্পল সবই ভ্রান্তি।
রাত নেই দিন নেই নাহি অনীহা,
বুঝিনা সংসার পরিবারের কোন মহিমা,
দুর দুরান্ত করে থাকে অতিক্রম,
শুধুই মিটাতে নিত্য প্রয়োজন।
শুধু মায়ায় পরে সংসারের খুশি,
ক্লান্তি ভুলে দেখিতে হাসি,
নাহি লাজ কোন কিছু শুনে,
সংসার সুখি হোক সাংসারীর গুনে।
স্ত্রী পুত্র কন্যা সবার সুখ দিতে আনি,
এতো কষ্ট কোথায় যায় নাহি জানি,
সুখ কি আছে যায় সব ভুলে,
মনের সবানন্দ বিসর্জন জলে।