ভোর বেলার স্নিগ্ধ আকাশে,
কবির মন উড়ে মুগ্ধ বাতাসে,
মন প্রান থাকে সত্য নিষ্ঠা শুদ্ধ ও সচল,
কারোর কি সাধ্য আছে,করিতে পারে বিকল।
কবির মনের ইচ্ছায়।
কেহ পারবেনা বাধিতে সিকল,
মনে আছে নিত্য ইচ্ছা চলবে অবিচল,
কবির কলম দৌড়াবে বারংবার অনন্ত অবিকল।
মন আছে প্রান আছে,আছে অনেক ইচ্ছা,
কবির কলম পাতায় পাতায় ছুটিবে স্বেচ্ছা,
থামিবেনা জাগ্রত মনের বিকাশ,রাখিবেন প্রভু,
কবির কলম আটকালেও,প্রতিনিয়ত চলিবে তবু।
কবির মনে আছে অখণ্ডবাদ,
চলিবে অনিত্য অবিচল প্রতিবাদ,
শক্ত হাতে ধরবে লাঠি, চলিবে কলম,
চলিবে অনিত্য সংগ্রাম,গলায় ধরিলেও বল্লম।