প্রান কাদেঁ,
পরেছিলাম ফাঁদে,
বুঝিনি আগে,
চলে যাবে ভেগে।
কতদিন থাকবে দুরে,
ধরা একদিন দিবে মোরে,
লুকিয়ে থাকবে যতদিন,
অপেক্ষায় থাকিব ততদিন।
ভালবেসেছিলাম তোরে,
ভালবাসা চাইনি জোরে,
ভালবাসার নাটক করে,
পালিয়ে গেলে অন্যকে ধরে।
এই যদি ছিল তুমার মনে,
দুঃখ দিলে জেনেশুনে,
আমি হতভাগা দুঃখ নিয়া মনে,
পাগল হইয়া ঘুরি ফিরি বনে বনে।
চিরসুখী হও তুমি করি প্রার্থনা,
দুঃখ ভরা মনে আঁকি আল্পনা,
তুমার ভালবাসা চাইব না কভু,
ভালবেসে যাব তোমায় সাক্ষি প্রভু।