প্রান আছে বলেই
মায়া,মমতা,দয়ার বহিঃপ্রকাশ ঘটে,
যাহা দুর দুরান্ত পর্যন্ত অতিক্রম করিতে দ্বিধাবোধ করে না।
প্রান আছে বলেই
দেহে এত উত্তেজনা,লজ্জা ঘৃণা, ত্যাগ, অহংকার আসে,
যার কারনে যে কেহ অসম্ভবকে সম্ভব করিতে পারে না।
প্রান আছে বলেই
দেহের মায়া,সংসারের মায়া,দেশের মায়া মোহ তৈরী হয়,
যে কারনে সব সময় পিছুটান থেকেই যায়।
প্রান আছে বলেই
শরীরে এত উত্তেজনা,ফলে কঠোর থেকে কঠোর মনোভাব তৈরী করিয়া অসাধ্য সাধন করিবার ক্ষমতা রাখে,
যার কারনে বীরত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পিছুপা হয় না।
প্রান আছে বলেই
দেহ নাড়াচাড়া করিতে পারে বলিয়া কেহ অসাধ্য সাধনে ব্রতী হয়ে অধীকতর সাধন করে,আবার কেহ অনায়াসে ফেরত চলে আসে,
যার কারনে কেহ বীর আর কেহ বীরাঙ্গী হয়।
প্রান আছে বলেই
অসাধ্য সাধনের মাধ্যমে অন্ধকারকে আলো করে,অন্ধকে দুনিয়া দেখাতে সাহায্য করে,
এর ফলেই শ্রেণিভেদ ভুলে সবকিছু আলোকপাত করে।