সুশীল সমাজ মোদের শিক্ষিত সুশীল মানুষ,
কখনো নারী কখনো পুরুষ চক্করে হারায় হুঁশ।
নারী কখনো মাতা,বোন,কন্যা কখনো অর্ধাঙ্গিনী,
পুরুষ কখনো পিতা ভাই ছেলে কখনো জীবনসঙ্গিনী।

নারীপুরুষ আজ কুলশিত হাবুডুবু পরকীয়া প্রেমে,
ছিলো না আগে তাহা এখন সচরাচর একই ফ্রেমে।
মারাত্মক ভাবে ছড়িয়েছে এই রোগাক্রান্তের সংখ্যা,
সুশীল সমাজ ধ্বংস বদলাবে না৷ বৃদ্ধি পরিসংখ্যা।

পরকীয়ায় কতশত নারীপুরুষের অস্তিত্ব সংকট,
জাতীয় পরিসংখ্যানে পতিতা পরিত্যক্তা ক্রমশ প্রকট।
নিরপরাধ পুত্র কন্যা হয় এতিম পিতামাতার দোষে,
পরকীয়া কি বন্ধ হতে পারে আইন বা আমজনতার রোষে।

কেহ বলে অধিক বিবাহ আছে ধর্ম গ্রন্থে,কেহ বলে মাথায়।
কেহ বলে বন্ধ হোক আবার কাহারো মুখে তালা,
সমাজ কুলশিত বন্ধ হোক অধিক বিবাহ পরকীয়া,
ভাল কি ম্‌ন্দের হোক আইনিভাবে পরুক সিল গালা।