নিরবে নিশ্চিন্তে চলেছি অজানা এক পথে,
ধীরে ধীরে অগ্রসর নেই কেহ সাথে।
গন্তব্য স্থল কোথায় জানি না পৌঁছেছি গঙ্গা ধার,
পরিশ্রান্ত দেহ চলছেনা,লোকসমাগম গঙ্গা পার।
শুরু হল উলুধ্বনি শুরু গঙ্গা আরতি,
লক্ষ মানুষের ভীড়,নাহি ভেদাভেদ কোন জাতি।
দিব্যি দাড়িয়ে অনেক মানুষের ভীড়ে,
বিদেশী পর্যটকের ভীড়,আসছে ধীরে ধীরে।
নিশিযাপন করিতে উঠলাম হোটেল শ্রীরাম,
হোটেল পাশেই কাশী বিশ্বনাথ ধাম।
রাত পোহাল আবার রওনা অজানা পথে,
ইংল্যান্ড প্রভাসি এক ছিল মোর সাথে।
ওবের অ্যাপ খুলিয়া ধরলাম গাড়ি,
পৌঁছাল মোদের উরিষ্যার ধাম জগন্নাথ পুরী।
জানি না কোন পথ ধরেছি,সব কিছুই অজানা,
ভাষা বুঝিনা কোনরকমে চলছি,অধীর চেতনা।
অচেনা অজানা মানুষের ভীড়ে পথ ছিল সুগম,
কভু হয়নি চিত্তে দুরাচার বোধগম্য।
আপন হৃদয় হেলায় চলছে অধীর মনোবলে,
কখনো হয়নি মনে আছি অজ্ঞাত দোলাচালে।
ফিরব কবে অধীর আগ্রহী পরিবার,
বলতে পারছিনা কবে পূর্বপদ আবার।
মন চঞ্চল টিকিট নিলাম ফিরব আপন নিড়ে,
হারিয়ে গিয়েছিলাম কোন এক অজ্ঞাত ভীড়ে।