কখনো জননী,বোন,বান্ধবী সহধর্মিণী,
আবার একজন নারীরূপে সর্ব পরিত্রাতা ,
পরিবারের অলঙ্কার সুন্দর রমণী,
সুখ দায়িনী অনন্ত প্রহরী ছাতা।
নারী দশভুজা শক্তিরূপে্ন্ সংস্থিতা,
অসুর বিনাশক,পরিবারিক শান্তিধাম,
পুত্র কন্যা স্বামীর সুখদায়ক,
শ্রম দায়ক শক্তি সঞ্চয়িতা অবিরাম।
অকারণে কলঙ্ক বিধবা নারী,
শোষিত বঞ্চিত অবহেলিত মাতা,
এতো অবিচার কেন ? শিক্ষিত সুশীল সমাজে!
বিচলিত অনন্যা আজও পরিত্রাতা।
শিক্ষিত সমাজ আজও কুলশিত,
অবলা অসন্মানিত হয় বারংবার,
সুরক্ষাও নেই দাবি নস্যাৎ,
অনুশোচনায় পুড়ে ছারখার।
মজবুত হও বীরনারীর দল,
শক্ত হাতে ধর অস্ত্র আত্মরক্ষার তাগিদে,
রণচণ্ডী ওমা অধর্ম বিনাশিনী!
অসুর বিনাশে ময়দানে রণসাজে।