নদীর এপার ভাঙে ঐপার গড়ে,
এইতো নদীর খেলা,
সকাল বেলার ধনী তুই,
ফকির সন্ধা বেলা।

লোভ লালসা তোর যে আছে,
বুঝিস না ভাই কেন!
অহংকারে যে নিশ্চিত পতন,
বুঝতে!ধরতিস যদি পেন।

জন্মগত সবাই এক,
ভাগ করিল কেন ধর্ম দিয়ে,
সবার রক্ত লাল তবে,
হিংসা করব কি নিয়ে।

কেহ ডাকে ঈশ্বর,ভগবান,খুদা কেহ আল্লা,
সবই মোদের নিজের তৈরী,
মানুষ যদি হোস না তুই,
তবে হবে নিশ্চিত বৈরী।

চলব মোরা আপন ভেবে,
ভুলের কিছুই নাই,
সবাই মোরা মানুষ ভাই!
বৈশিষ্ট্য কেন নড়বড়ে পাই।