এক আমি রিক্সাওয়ালা,
পূর্বে ছিলাম ফেরিওয়ালা।
যৌবন পরে আগে বালক,
প্রকারান্তরে একজন চালক।

মোদের ছোট গ্রাম অনতিদূর,
রাস্তা আঁকাবাকা বেশি দিনমজুর।
কাম-কাজ নেই চালায় রিক্সা-ঠেলা,
কোন রকমে অর্ধাহারে চলে দু'বেলা।

কখনো গ্রামে কখনো শহরে,
বাড়ি শহর থেকে দুর্লভ পাহাড়ে।
রাস্তাঘাট তেমন নয় ভাঙাচোরা,
ইট নেই  পিচও নেই সুরকি পাথর ভরা।

গৃহ খানি ইট-পাথরে ঘেরা,
বাউন্ডারি নেই ঢুকে ছাগল ভেড়া।
টাকাপয়সা নেই তবু সেরা ধনী,
জীর্ণপ্রায় মণিহারা ফণী।