বাংলা কবিতা
মরন ঋষি দাস
খবর চৌদ্দই ফেব্রুয়ারি,
পনেরতে হই রাজি।
সঙ্গে আমার এক বন্ধু,
সে যে একজন বড়ই পাজি।
ভোর বাইশে আখাউরা বর্ডার,
যুক্ত হল ইঞ্জিনিয়ার আর ডাক্তার।
প্রবেশ আমার এইপারে টমটম স্টেশন, চেয়েছিলাম দুগ্ধ যুক্ত চা,পান করেছি রং চা।
পোহালাম আমরা অনেক যানজট, থামি নাই আমরা ধরলাম ট্রেন।
এইতো! এসে গেলাম স্টেশন বারোয়া,
নামরে সকল ভাইবন্ধু!ধরতে টেক্সি।
ধররে ভাই,উঠরে ভাই এসেগেছি ঢাকা,দশ মিরপুর।
সিংগাপুর হোটেল পাশে,কবি দাদা তারা,পুস্প হাতে করিতে সন্মান আমরা আত্মহারা।
তিব্র খিদে,কাঁপছে শরীর,
নিয়ে এসেছে ফলমূলাদি আর কত কি।
তেইশের ভোর সামান্য চা,খালি হতে যোগ দিতে কবি সন্মিলন।
আমি যে নাহি কবি,শুনেতেছি কবিতা,
ভালভাসি আমি নাম দেব কি।
কি আছে নেবার, যা কিছু পেয়েছি সবইতো তাহার,
নেইতো আমার কিছু দেবার, আমি অধম শুনালাম কবিতা নাম "বাংলা কবিতা"