মানুষরূপী জানোয়ার জন্মেছিল এই দেশে,
কখনো ছেড়ে যায় স্বার্থে,ভোগবিলাসে বিদেশে।
কেমন মানুষ!ভুলে যায় জাতির জনক,
কবি,শিক্ষক মানে না হৃদয়ে লড়ে না টনক।
কবির মুখে তালা,শিক্ষকের ছবিতে ছুড়ে জুতা,
শিক্ষিত বলে দাবী নাহি কোন হোতা।
হে কেমন শিক্ষিত মানে না গুরুজন,
এই পাপে হারিয়েছে বুঝি পুত্র কন্যা স্বজন!
কখনো চাকুরীচ্যুত করায় বিনা দোষে,
ছাত্রছাত্রী বলে স্বীকার করিস কি হুষে!
লুটেপুটে নিলে দেশ প্রকাশ শিক্ষিত বলে,
মানুষ হলেও হিংস্র পশুর ন্যায় তা কি চলে!
স্বাধীনতার দাবী করিস কোন মুখে?
ধর্মই যদি টেনে আনিস লজ্জা নাই চোখে।
যুদ্ধ ক্ষেত্রে থাকে না জাতপাত পড়লো কেন মনে,
মানুষরূপী হিংস্র জানোয়ার কে না জানে।