দেখিতে সে মানুষ,
প্রমান চাক্ষুষ,
সার্থছাড়া বুঝেনা,
লাভ ছাড়া শুনে না।
দেখিতে সে মানুষ,
প্রমান ছাড়া অমানুষ,
প্রমাণ দিতে সমন জারি,
অবশেষে খবরদারী।
দেখিতে সে মানুষ,
ভিতরটা অমানুষ,
চাহিদা শেষ,
চলে যায় বিদেশ।
দেখিতে সে মানুষ,
বৈশিষ্ট্যেও মানুষ,
কেন রাখেনা মনুষ্যত্ব,
আজও মেলেনি তাহার আসল তত্ত্ব।
দেখিতে সে মানুষ,
যদি থাকে মান হুস,
সোজাসাপ্টা চল বাড়ি,
লাগবে না আর টহল ধারী।