মানব রূপে এসেছি ভুবনে,
অসমাপ্ত কাজ ছিল বলে,
দীর্ঘজীবি হওয়ার আকাঙ্ক্ষা,
করিব কর্ম না যাবে বিফলে।
জীবন মোর ধন্য জন্ম মানব রূপে,
অধীক মনোবল আছে সদা মনে,
ইচ্ছে শক্তি জাগরিত অবিরাম,
কভু কর্তব্য বিমুঢ় হইব না জেনে।
রাশি রাশি নাহি কিছু ভাবি,
একক চিত্তে করিতে চাহি কিছু রচনা,
এক প্রান এক অবিনশ্বর কল্পনা,
অধীকতর সবাকারে হইবে জল্পনা।
বহু প্রতিক্ষার এই মানব জীবন,
অহংকার ত্যাগী ভাবনায় হন্য,
রেখে যায় স্মৃতি অমুর্চনীয় শিলা,
আথিতেয় জীবন করিতে চাহি ধন্য।
রাখিয়া যেতে চাই এমন কিছু,
অনাদি অনন্তকাল হোক নশ্বর,
কর্মই হোক জীবনের পথ,
করিব সৎ কর্মসাধনা পাশে ঈশ্বর।
সাধন হোক সত্য বজ্রসম,
অক্লান্ত শ্রম ভাবনায় ধার্মিক,
স্বাধীন চেতনায় সাফল্য জীবন,
সার্বভৌমত্ব হোক সার্বিক।